লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম,সরকারী অফিস প্রয়োজন, পরিদর্শন সহ হাওর পাড়ে বৃক্ষরোপন করেন জেলা প্রশাসক মোঃজাহাঙ্গীর হোসেন।
২৯ আগষ্ঠ সোমবার দিন ব্যাপী মধ্যনগর থানা,মধ্যনগর ইউনিয়ন,চামরদানী ইউনিয়ন,মধ্যনগর ভূমি অফিস ও মধ্যনগর উপজেলার অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেন।এসময় নবাগত মধ্যনগর উপজেলা কমপ্লেক্স কর্যালয়ের বিভিন্ন দপ্তর,জনগুরুত্বপূর্ণ ও স্বাস্থ্য সহ সকল ভবণ নির্মাণ কর্যক্রম দ্রুততার সহিত পদক্ষেপ নেয়া,প্রয়োজনীয় সকল কার্যালয়ের স্থান নির্ধারণ,পর্যাপ্ত লোকবল নিয়োগ হচ্ছে এবং আরো দ্রুত হবে বলে জানান তিনি।মধ্যনগর নৌ-যান মালিক সমিতির সভাপতির সাথে হাওরের পরিবেশ রক্ষায় প্রতিটি ট্রুরিষ্ট নৌযানে ডাস্টবিন রাখার জন্য সচেতনার বার্তা ও উপজেলার পক্ষ থেকে নৌযানীদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন।পরে মধ্যনগর উপজেলার বোয়ালী হাওরের পাড়ে বনও পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় প্রজাতির হিজল ও করচ গাছের চারা রোপন করা হয়।জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এঁর ফরসঙ্গী হিসেবে সার্বক্ষণ উপস্থিত ছিলেন দুজন সহকারী কমিশনার ও এ্যাকজুকেটিভ ম্যাজিস্টেট ইফতিসাম প্রীতি ও, মোহন মিনজি,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,উপসহকারী কর্মকর্তা পিন্টু দাস,অফিসার ইনচার্জ জাহিদুল হক,মধ্যনগর সদর চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,চেয়ারম্যান আলমগীর খসরু,রাসেল আহম্মেদ ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার সহ আরো অনেকেই।
এসময় মধ্যনগর উপজেলার কার্যক্রম স্থায়ী হতে কতদিন সময় লাগতে পারে জানতে চাইলে জেলা প্রশাসক জানান-মধ্যনগর উপজেলাটি একেবারেই নতুন,উপজেলা স্থায়ী কার্যালয়গুলো দু/তিন বছরের ভিতরেই সম্পন্ন হবে বলে আশা করছি,এছাড়াও ক্রমন্বয়ে জনগুরুত্বপূর্ণ লোকবল নিয়োগ চলছে।
কমেন্ট করুন