সুনামগঞ্জ প্রতিনিধি
বর্ণবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মানবাধিকার এবং মর্যাদা সুরক্ষায় প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন ২০১৫ অনতিবিলম্বে পাশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিশ্ব মর্যাদা দিবসে তাহিরপুর পূর্ব বাজারে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) লোতাহিরপুর উপজেলা শাখা আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংঘটনের সভাপতি জহর লাল রবি দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সংঘটনের সহসভাপতি রং লাল রবি,সাংগঠনিক সম্পাদক রং লাল রবি দাশ ২,সুখ রাজ রবি দাস,আইন বিষয়ক সম্পাদক রঞ্জিত রবি দাস,ঠাকুর রবি দাস,সূর্য রবি দাস,রতন রবি দাস,শুনিল রবি দাস,পরিমল রবি দাস,সাম লাল রবি দাস,অনিল রবি দাস,মনি রবি দাস,পান মতি রবি দাস,লক্ষি রবি দাস প্রমুখ।
এসময় বক্তাগন,তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন সহায়তা ও চাকরীরসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে তাই বৈষম্য বিলোপ আইন ২০১৫ দ্রুত পাশের দাবি জানান তারা। মানববন্ধন শেষে আলোচনা সভা করে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে স্মারক লিপি দেন সংঘটনের নেতৃবৃন্দ
কমেন্ট করুন