স্বপন কুমার বর্মন বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কেন্দ্রীয় স্মৃতিসৌধ এর শুভ উদ্বোধন করেন উপজলোর বীর মুক্তিযোদ্বা গন। শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহমান জাদীদ এর পরিকল্পনা ও বাস্তবায়নে সংস্কারকৃত স্মৃতিসৌধ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্বাগন ও ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জাত খান, উপজেলার সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার আফতাব উদ্দিন সাবেক ডেপুটি কমান্ডার আঃ মান্নান,শুভ উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। এসময় উপস্থতি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহমান জাদীদ,উপজলো সহকারী কমশনিার (ভূমি) আসমা বিনতে রফিক উপজলো প্রকৌশলী মোঃ মোখলছুের রহমান সরদার, উপজলো সহকারী শিক্ষা কর্মকতা মাহমুদুল হাসান, উপজলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক উপজলো ভাইস চয়োরম্যান সুলেমান তালুকদার, উপজলো মুক্তিযোদ্বা সন্তান কমান্ডার সভাপতি মামুনুর রশীদ মামুন, উপজলোর সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, ইউপি সদস্য মনির হোসনে প্রমূখ।
কমেন্ট করুন