লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ শীর্ষক প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার বোরহান উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম খান. জেলা তথ্য অফিসার আব্দুছ ছাত্তার. শিশু বিষয়ক অফিসার বাদল বর্মন সুনামগঞ্জ পৌরসভার কর্ম কর্তা নিজাম উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
আলোচকরা বলেন সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যটন স্পট রয়েছে কিন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি .হোটেল মোটেল সহ অন্যান্য অবকাটামো গড়ে ওঠেনি। এছাড়াও সুনামগঞ্জ জেলার অন্যতম পর্যটন আকর্ষণ টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশ হুমকির সম্মুখীন। ইঞ্জিন চালিত নৌ যান চলাচল করার কারণে পেট্রোল ও ডিজেলে মৎস্য সম্পদ দিন দিন কমে যাচ্ছে । হাওরে প্লাস্টিকের বোতল সহ নানা বর্যে বেহাল অবস্থা। আগের মত মাছ গাছ পাখি ও জীব বৈচিত্র্য নেই। জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশন এ ণিয়ে কাজ করছে পর্যটন খাতে শৃংখলা আনতে। পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করলে সরকার প্রচুর রাজস্ব আয় করবে। আইন শৃংখলা পরিস্থিতির জন্য ইতিমধ্যেই টুরিষ্ট পুলিশ নিয়োগ সম্পন্ন হয়েছে।
কমেন্ট করুন