স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুরে এফআইভিডিবি বিএইচএ দুর্বল সম্প্রদায়ের সহায়তা ও প্রচারে এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করণের লক্ষে্য প্রকল্পের এক অবহতি করণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এফআইভিডিবি’র বাস্তবায়নে এবং ইউএসএআইডি’র অর্থায়নে ও সেভ দ্যা চিলড্রেন সংস্থার সহিযোগিতায় উক্ত অবহিত করণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।এফআইভিডিবি’র প্রজেক্ট অফিসার আব্দুর রউফ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল সিনিয়র ম্যানেজর দিলদার মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, বাদাঘাট দক্ষিন ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান এড.মোঃ ছবাব মিয়া,ফতেপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রজত কান্তিদাশ। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকতা,প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বমন,এনজিও প্রতিনিধিসহ আরও উপস্থিত ছিলেন এফআইভিডিবি,বিএইচ্এ-প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফুজায়েল আহমেদ,রাইমস এর প্রজেক্ট ম্যানেজার ফখরুল আরেফিন।সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।
এফআইভিডিবি,বিএইচ্এ-প্রকল্পের প্রজেক্ট অফিসার আরিফ রব্বানী,আব্দুর রব,ও সকল ফিল্ড ফ্যাসিলিটর। প্রজেক্ট অফিসার আব্দুররব এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,দিলদার মাহমুদ,সিনিয়র ম্যনেজার, সেভ দ্য চিলড্রেন ইন্টারশনাল প্রকল্পের প্রেজেন্টেশন করেন প্রকল্প সমন্বয়কারী ফুজায়েল আহমেদ। উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ প্রকল্পের ভিবিন্ন কজের বিষয়ে জানতে চান। অতিথিরাএফআইভিডি সেভ দ্য চিল্ড্রেন ও দাতা সংস্থা ইউএসএইডকে ধন্যবাদ জানিয়ে সমগ্র বিশ্বম্ভরপুরউপজেলাকে প্রকল্পের আওতায় রাখার দাবি করেন।
উল্লেখ্য যে ২০২২ সালের বন্যায়ক্ষতিগ্রস্থ এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে বর্তমানে উপজেলার ফতেপুর ও বাদাঘাট দক্ষিনইউনিয়নে প্রকল্পের কাজ শুরু হবে বলে জানানো হয়। সভায় বক্তারা বলেন,এফআইভিডিবি ১৯৮১ সাল থেকে সিলেট অঞ্চলে একটি শীর্ষস্থানীয় এনজিও হিসাবে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য, ক্ষমতায়ন,জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজকরে আসছে এবং বিভিন্ন কর্মসূচিসহ সরকারের সাথে সক্রিয় ও ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে।
কমেন্ট করুন