২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
টাস্কফোর্সের অভিযানে ১৩৪ বাল্কহেড ও ৮ ড্রেজার জব্দ অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন কৃত নৌকা প্রবেশ বন্ধে চলতি নদীর মোহনায় বাশেঁর বেড়া। টাংগুয়ার হাওরে ঘুরতে আসা ব্যাংক কর্মকর্তা পানিতে নিখোঁজের ৫ ঘন্টা পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে তৃণমূল পর্যায়ে সেবা বিঘ্নিত হবে   সানেক সাংসদ এম এ মান্নানের জামিন মঞ্জুর সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই- সুনামগঞ্জ সদর উপজেলার নবাগত ইউএনও সুনামগঞ্জে গত দুই দিনে বজ্রপাত ও পানিতে ডুবে ৬ জনের প্রাণহানী।  সিলেট জালালাবাদ রোটারী ক্লাব’র উদ্যোেগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান। ঝুকিপুর্ণ সেতুর নাম কিয়ামতপুর বিশ্বম্ভরপুরে বজ্রপাতে ও পানিতে ডুবে তিনজনের মৃত্যু বিশ্বম্ভরপুরে গ্লোবাল ডে অব ক্লাইমেট একশন দিবস পালিত বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ধোপাজান নদীতে যৌথ বাহিনীর অভিযান সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে পারিবারিক বিরোধে নিরোপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় বিশ্বম্ভর পুরে সুজনের উপজেলা কমিটি গঠন, সভাপতি শেখ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন অভিযানে গ্রেপ্তার ২৫ তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ফলোআপ:সুনামগঞ্জ পৌরসভার অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে পুলিশ ম্যাজিস্ট্রেটের উপর ব্যবসায়ীদের হামলা। 
বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর

বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ১ম মাসিক সভা অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা হাসপাতাল মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ মাসিক সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড. পীর ফজলুর রহমান মিসবাহ।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্যও প:প:কর্মকর্তা,ডা: আব্দুল্লাহেল মারুফ ফারুকী হাসপাতালের জরুরী বিভাগের অগ্রগতি ও বর্হিবিভাগ কার্যক্রমের অগ্রগতি,আন্ত: বিভাগ কার্যক্রম,অপারেশন থিয়েটার চালু করন ও বিভিন্ন বিষয় নিয়ে সভায় বিস্তারিত তুলে ধরেন।এরপর এসমস্থ বিষয় নিয়ে কমিটির সদস্য ও বক্তাগণ বিস্তারিত আলোচনা,পর্যালোচনা করে স্বাস্থ্য সেবাকে আরো উন্নত করতে বলেন।

জাতীয় সংসদ এড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুষ্ঠ ব্যবস্থাপনায় বিশ্বম্ভরপুর হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন,বর্তমানে হাসপাতালে যথেষ্ট ডাক্তার ও স্টাফ রয়েছে। তারা আন্তরিকভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।বিগত বন্যায় হাসপাতালে বর্ন্যাতদের আশ্রয় ও বিভিন্নভাবে সেবা দিয়েছেন, এজন্য তিনি স্বাস্থ্যও প:প:কর্মকর্তাসহ হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেন। বর্তমানে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে স্বাস্থ্য সেবা চলছে তা আরো ভালোভাবে অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।তিনি হাসপাতালের নানা বিষয় নিয়ে কথা বলেন এবং যে সমস্থ সমস্যা রয়েছে তা নিরসনে কাজ করে যাবার জন্য উল্লেখ করেন।স্বাস্থ্য সেবাও পরিবার পরিকল্পনা কার্যক্রম আরো জোরদার করতে সকলের প্রতি আহবান জানান।

সভাশেষে তিনি পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে একটি ফলের চারা রোপন করেন।সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক,অফিসার ইনর্চাজ মো:ইকবাল হোসেন,মেডিকেল অফিসার ডা:রমজানুল হোক অপু,ডা: নিশিত রায়হান অনন্যা,পঃপঃ কর্মকর্তা আব্দুর রহমান,পলাশ ইউপি চেয়ারম্যান.মো: সুহেল আহমদ, সংসদ সদস্যের পিএস সুমিত চৌধুরী সন্তো, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ কমিটির সদস্যবৃন্দ।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০