স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর-ঃ
বিশ্বম্ভরপুর উপজেলা বিআরডিভি ভুক্ত ইউসিসি এ লিঃ এর আয়োজনে বার্ষিক সাধারন সভা ও সমবায়ীদের মাঝে প্রশিক্ষন অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার(৪ নম্ভেবর) উপজেলা পরিষদগণ মিলনায়তনে বার্ষিক সাধারন সভায় ও প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ বিআরডিভির উপ-পরিচালক মুহাম্মদ রাশিদুল মুহাম্মদ চৌধুরী।বিশ্বম্ভরপুর ইউসিসি এ লিঃ এর চেয়ারম্যান রফিকুল বারী চৌধুরী সভাপতিত্বে ও হিসাব রক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত বিআরডিভি কর্মকর্তা প্রদীপ চন্দ্র সরকার, তাহিরপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ শুকুর আলী, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,সমবায়ী শংকর বড়াল, শহিদুল্লাহ, শান্তি রানী পাল প্রমুখ।
সভায় বিগত দিনের আয়,ব্যয়ও বাজেট বিষয় সহ সমবায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পরে সমবায়ীদের মাঝে এক প্রশিক্ষন অনুষ্টিত হয়।এতে উল্লেখিত অতিথি বৃন্দসহ প্রশিক্ষক হিসেবে আরো ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া,দুটি অনুষ্টানেই সহযোগিতায় ছিলেন উপজেলা ইউসিসি এ লিঃ এর উথান পদ শর্ম্মা।প্রশিক্ষনে কৃষক সমবায় সমিতি সহ সমবায়ীরা অংশ গ্রহন করেন।
কমেন্ট করুন