বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগে ও পরিবার পরিকল্পনা বিভাগে ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ


admin. প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ /
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগে ও পরিবার পরিকল্পনা বিভাগে ঔষধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগে এবং পরিবার পরিকল্পনা বিভাগে ঔষধ ও চিকিৎসা সামগ্রী, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে জি, আর চালের ডিও বিতরন করা হয়।

রবিবার(২৯জুন) সকালে উপজেলা পরিষদ গনমিলনায়তনে জনস্বার্থে উক্ত সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য বিভাগে ও পরিবার পরিকল্পনা বিভাগে জরুরী ঔষধ ও চিকিৎসা সামগ্রী, উপজেলা প্রশাসন থেকে সরবরাহ করা হয়। এতে ৪ হাজারেও অধিক সেবাভোগীরা উপকৃত হবে।

উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়। উপজেলার ৮৮জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরন করা হয়। উপজেলার ৩টি কমিউনিটি ক্লিনিকে ও ১টি উপস্বাস্থ্য কেন্দ্রে আসবাবপত্র সরবরাহ করা হয়। ২০২৪-২৫অর্থ বছরের এডিপি’র অর্থায়নে উক্ত সামগ্রী গুলো সরবরাহ করা হয়। এতে মোট ১০ লক্ষ ৭৭হাজার ৯শত ৮টাকার সামগ্রী বিতরন করা হয়।

তাছাড়া একই সময়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক থেকে প্রাপ্ত জি,আর এর ৪৫মেঃটন চালের ডিও উপজেলার ধর্মীয় ২৭টি প্রতিষ্ঠানের মাঝে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বিতরন করেন।উক্ত সামগ্রী ও চালের ডিও বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ এহসানুল হক, কৃাষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নজিবুল্লাহ আখন্দ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপি আহবায়ক মোঃ রাজু আহমদ, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার দে, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, উপজেলা এলজিইডি অফিসের ও প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রতিনিধি ও জন প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন