স্বপন কুমার বর্মন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিস্বম্ভরপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা মোট ২৯টি মন্দিরে অনুষ্টিত হবে। থানা পুলিশ প্রশাসন প্রতিমার নির্মাণ কাজ ও বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন।
আগামী ১১অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত ৫দিন ব্যাপী সনাতনী হিন্দু ধর্মের সর্ব বৃহৎ উৎসব দূর্গা পূজা উপজেলার মোট ২৯টি মন্দিরেই প্রতিমার নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলা ফতেপুর ইউনিয়নে ১৯টি, পলাশ ইউনিয়নে ০৭টি, বাদাঘাট(দঃ) ০২টি ও সলুকাবাদ-ধনপুর ইউনিয়নে ০১টি সহ মোট ২৯টি মন্দিরে প্রতিমান নির্মাণ কাজের মাটির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। সর্ব শেষে সাজ সজ্জার কাজ হবে। উপজেলা সদর কৃষ্ণনগর পূজা মন্দিরে প্রতিমার নির্মাণ শিল্পী রনজিত পাল ও সুজন পাল বলেন,আমরা উক্ত কৃষ্ণনগর মন্দির সহ মোট ০৬টি মন্দিরে প্রতিমার নির্মাণ কাজ করছি। মাটির কাজ সম্পন্ন হয়েছে ২-৩দিনের মধ্যেই সাজ সজ্জার কাজ শুরু করবো।
গত বছর করোনা ভাইরাসের কারণে সীমত আকারে দূর্গাপূজা হয়েছিল। এ বছর করোনা ভাইরাস কম থাকায় আশা করা যায় একটু বেশি জাক জমক ভাবে পূজা অনুষ্টিত হবে। তবে প্রতিটি মন্দিরেই স্বাস্থ্য বিধি মেনে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ও সরকারি বিধি মেনে সবার জন্য স্বাস্থ্য বিধি মেনে পূজা
অনুষ্টানের পরিকল্পনা হচ্ছে। বিশ্বম্ভরপুর থানা পুলিশ প্রশাসন বিভিন্ন মন্দির পরিদর্শন করা অব্যাহত আছেন। গত ২দিন যাবত থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ও থানার ২য় কর্মকর্তা মোঃ আব্দুর রহমান চলমান প্রতিমার নির্মাণ কাজ দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
এসময় সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক স্বপন কুমার বর্মন। পুলিশ প্রশাসন বিভিন্ন মন্দিরে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে সার্বিক অবস্থার খোজ খবর নেন। হিন্দু ধর্মের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতার আশ্বাস দেন।
কমেন্ট করুন