স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোড়দার করণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষক-কৃষানীদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার (৩মে) পর্যন্ত উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ২দিন ব্যাপী প্রশিক্ষনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়া। প্রশিক্ষনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোড়দার করণ বিষয়ক বিস্তারিত কৃষক-কৃষানীদেরকে সচেতন করে উপস্থাপন করা হয়। প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক ছিলেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক মোঃ মোস্তফা ইকবাল আজাদ। সহযোগীতায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল আমিন এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ শামসুল আলম বিধু ও মোঃ দিদারুল আলম। প্রশিক্ষনে মোট ৩০জন কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন।
কমেন্ট করুন