স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিশ্বম্ভরপুরে ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে স্মাট ভূমি সেবায় অগ্রগতি সাধিত হয়েছে। গত ২২ মে থেকে ২৪ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহের কর্মসূচির মধ্যে ছিল- ২২মে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোদন উপলক্ষে বর্নাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৩মে অনলাইনে কিভাবে নামজারীর আবেদন করতে হয় এ বিষয়ে সারাদিন ব্যাপি সাধারণ জনগণকে তার প্রশিক্ষণ দেয়া হয়। ২৪মে ভূমি উন্নয়ন কর কিভাবে অনলাইনে দিতে হয় এ বিষয়ে সারাদিন ব্যাপি জনগনকে প্রশিক্ষণ দেয়া হয়। ২৫মে বিবিধ মামলার গণশুনানী করা হয়। ২৬মে বিভিন্ন গ্রামে গিয়ে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের বিষয়ে জনঅবহিতকরণ সভা করা হয়। ২৭মে চান্দিনা ভিটির লাইসেন্স প্রদান করা হয়। ২৪মে গনশুনানী, নামজারী খতিয়ান প্রদান এবং সমাপনী অনুষ্ঠান করা হয়। তাছাড়া বিশেষ উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৭ ব্যাপী খতিয়ান প্রদান, চান্দিনা ভিটির লাইসেন্স বিতরণ, কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের বিষয়ে জনসচেতনকরণ হয়।
ভূমি সেবা সপ্তাহ দিনগুলোতে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সিনিয়র সহকারি সচিব মৌরিন করিম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, তাছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদক বলেন স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে বিশ্বম্ভরপুর উপজেলা ভূমি অফিস নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন ভূমি সেবাতে জনগনের দ্বার প্রন্তে পৌছে দিতে আমরা নিরলস ভাবে কাজ করে যাব। এ ব্যাপারে সকল মহলের সহযোগীতার আহবান জানানো হয়। ভূমি সংক্রান্ত যে কেনো সমস্যায় এসিল্যান্ড জনগনের পাশে আছে থাকবে সর্বক্ষণ।
কমেন্ট করুন