স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক কে জনস্বার্থে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে উক্ত বিধায় সংবর্ধনায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আইসিটি টেকনেশিয়ান মো: আলাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা নির্বাহী অফিসের নাজির সন্তোষ কুমার তালুকদার, উপজেলা ভূমি অফিসের নাজির দিলীপ রঞ্জন দাশ ও পৃথিশ সরকার, ননী দাশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ মোহাম্মদ আককাছ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মো: মমিন হোসেন। উল্লেখ্য যে, সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক জনস্বার্থে বিশ্বম্ভরপুর উপজেলা ভূমি অফিস থেকে হবিগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিসে বদলি হয়েছেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ভূমি অফিস স্টাফবৃন্দরাও বদলী জনিত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক কে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
কমেন্ট করুন