স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে বিষ মুক্ত ও নিরাপদ কৃষিপণ্যের প্রক্রিয়াজাত, বাজারজাতকারী সংগঠন সততা এন্টারপ্রাইজের”এর শুভ উদ্ভোধন করা হয়। রবিবার (জুন) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের জগন্নাাথপুর বাজারে বিষমুক্ত ও নিরাপদ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকারী সংগঠন সততা এন্টারপ্রাইজ”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। জৈব সারের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির ধানের চাল যেমন তুলশীমালা, বিরইন, গাইন্জা, মালতি ইত্যাদি বাজারজাতকরণ দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। জগন্নাথপুর বাজারে সংগঠনটির কার্যালয়ে, এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি মো: কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহেল আহমেদ। এফআাইভিডিবি আরইসিসি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট ( মার্কেট ও ভেল্যু চেইন) সা’দত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এফআাইভিডিবি সিনিয়র লাইভলিহোড কোর্অডিনেটর ফখরুল ইসলাম বাবলু, ইউপি সদস্য আমির হোসেন, এফআইভিডিবি আরসিসি প্রকল্পের সমন্বয়কারী মুকুল দাস। বক্তাগন তাদের আলোচনায় বিষমুক্ত ও নিরাপদ খাবারের গুরুত্ব তুলে ধরেন এবং সততা এন্টারপ্রাইজ-এর মাধ্যমে এই উদ্যোগ আরো বেগবান হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেন। সংগঠনের সদস্যবৃন্দ বিভিন্ন কারিগরি সহযোগিতা প্রদান করার জন্য এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পকে ধন্যবাদ জানান।
কমেন্ট করুন