স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুরে রাজনৈতিক দলের বিভিন্ন নারী কমিটি এবং অপরাজিতাদের মধ্যে এক মতবিনিময় অনুষ্টিত হয়। রবিবার(১৪নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিপ ট্রাস্ট অপরাজিতা রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নারী ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অবস্থান, অবস্থা বিষয়ক ধারনা পত্র পাঠ এবং বিভিন্ন কমিটিতে নারী নেত্রীদের সংখ্যাগত অবস্থা বিষয়ক ধারনা প্রদান সহ বিভিন্ন সুপারিশ মালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকল্পের উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিংং এন্ড এনেভেশন কর্ডিনেডর জুলিয়ানা গোমেজ রত্মা। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি রাকেশ হাজং, নারীদের মধ্যে আমেনা বেগম, সামছুন্নাহার শীলা, ফুল বানু, মিতু আক্তার, মনোয়ারা বেগম প্রমুখ।
কমেন্ট করুন