স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালন করা হয়। ১৫ই আগষ্ট সূর্য্যদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর মুড়ালে আনুষ্ঠানিক পুষ্পস্থপক অর্পন করা হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, বাংলাদেশ আ’লীগ ও অংঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা ক্রীড়া সংস্থা, প্রেসক্লাব, উদীচী শিল্প গোষ্ঠী, উপজেলা ফায়ার সার্ভিস, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বিআরডিএস, বটছায়া সমাজ কল্যান সমিতি সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান পুষ্পস্থপক অর্পন করেন। পুষ্পস্থপক অর্পনের পর বঙ্গবন্ধু মুড়াল প্রাঙ্গনে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, থানার অফিসার ইনর্চাজ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন। বিকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল আলোচনা সভা করেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন। আরো বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোঃ সফর উদ্দিন ও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে আওয়ামীলীগের উদ্দ্যেগে এক বিরাট শোক র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ত পদক্ষিন করেন। তাছাড়াও কাঙ্গালী ভোজ করা হয় এবং ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে শোক দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
কমেন্ট করুন