স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর জলাশয়ে উপজেলা আওয়ামীলীগও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সামনে করচার হাওর পাড় ও হাওর বিলাস সংলগ্ন জলাশয়ে আগামী ০৫, ০৬, ও ০৭ সেপ্টেম্বর/২১ইং তারিখে বেলা ১২ঘটিকা থেকে ৩দিন ব্যাপী নৌকা বাইচ অনুষ্টিত হবে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক,বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউপি চেয়ারম্যান কালাচান, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন। নৌকা বাইচে অংশ গ্রহনকারী নৌকার মালিকদের ১সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর/২১ইং পর্যন্ত তালিকা ভুক্তির জন্য আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
কমেন্ট করুন