স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুর উপজেলার স্বনামধন্য আলেমেদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার, বড়ই উরি আলিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, পলাশ শাহী ঈদগাহের ইমাম ও খতিব, মিষ্টভাষী বক্তা, মাওলানা মেরাজুল ইসলাম বৃহস্পতিবার (১২ ই আগস্ট) বিকাল ৫ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরদিন শুক্রবার বাদ জুমা পলাশ শাহী ঈদগাহ মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে মরহুমের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর কাপ না জালালিয়া দাখিল মাদ্রাসার সুপার পদে ও দীঘ ৫ বছর দোয়ারাবাজার উপজেলার বড়ই উরি আলিম মাদ্রাসায় সুনামের সহিত প্রিন্সিপালের দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। তাছাড়া প্রায় ৪ যোগ ধরে তিনি পলাশ শাহী ঈদগাহের ইমাম ও খতিবের দায়িত্বে পালন করে আসছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বিভিন্ন ইসলামিক সংগঠনের ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৭ মেয়ে সহ হাজার হাজার ছাত্র-ছাত্রী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সিনিয়র সদস্য নেছার আহমদ, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম ও মিজানুর রহমান।
কমেন্ট করুন