স্বপন কুমার বর্মণ,সিনিয়র স্টাফ রিপোর্টার:- বিশ্বম্ভরপুরে জুনেটিক ডিজিজি কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকালে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় সভাপত্বি করেন ও বিস্তারিত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ। আরো বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা.ওসমান হায়দার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, স্যানেটারী ইন্সপেক্টর তাপস চক্রবর্তী, জাতীয় পার্টির নেতা স্বপন পাল, প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি সুকেশ চন্দ্র দাশ প্রমুখ। জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বস্থরের জন সাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধির ব্যাপারে কাজ করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান ।
কমেন্ট করুন