সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর( সুনামগঞ্জ)
কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি,সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন।এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস ২০২২ উপলক্ষে এক রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার (১৬ই অক্টোবর)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।রেলী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়।সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া।আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,উপসহকারী কৃষি কর্মকর্তা ইন্দ্রজিৎ লাল, দিদার উল আলম প্রমূখ।বক্তাগণ বিশ্ব খাদ্য দিবস ও উল্লেখিত প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন।বক্তাগণ বর্তমান পরিস্থিতিতে কৃষি খাতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সকল কৃষককে আরো এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন