স্বপন কুমার বর্মন,সিনিয়র স্টাফ রিপোর্টার ঃ-
বিশ্বম্ভরপুরে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে প্রিপট্রাস্টের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।গত রবিবার (২৪অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রিপট্রাস্ট-অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্দ্যেগে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় উক্ত প্রকল্প প্রিপট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলামের পরিচালনায় ও উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের সহযোগিতায় নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অবস্থা ও অবস্থান বিষয়ক সহ নারী অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সমাপনীতে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, প্রিপট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,উপজেলা তথ্য আপা ঝুমা আক্তার,ইউপি সদস্য রেহেনা পারভীন,প্রতিমা দেবী,উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক অনিল চন্দ্র প্রমুখ। মত বিনিময় সভায় নারী জন প্রতিনিধি, সম্ভাব্য নারী জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর পেশার ২৫জন অংশ গ্রহন করেন।
কমেন্ট করুন