স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্টিত হয়।সোমবার(২০ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা সম্পন্ন হয়।বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহীঅফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।মেলার আহবায়ক উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মশিউর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ। “বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাথা”এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞানও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার শুভ উদ্ভোধন,শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রকল্প উপস্থাপন, মূল্যয়ন, বিজ্ঞান অলিম্পিয়াড উপস্থাপন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্টিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে ও মেলার আহবায়ক কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মশিউর রহমানের পরিচালনায় অতিথিবৃন্দের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সিনিয়র গ্রুপে একমাত্র অংশ গ্রহনকারী সরকারি দিগেন্দ্র বর্মন ডিগি কলেজ প্রথম হয়। জুনিয়র গ্রুপে শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয় প্রথম, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয় ২য় ও বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ৩য় হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৭টি স্টল অংশ গ্রহন করে।
কমেন্ট করুন