
স্বপন কুমার বর্মন ও সালেহ আহমদ:
বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিশ্বম্ভর পুর উপজেলা বিএনপির এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরই প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ ছবাব মিয়া।
বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ,জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, জেলা বিএনপি নেতা আনসার উদ্দিন, সেলিম উদ্দিন আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতা আছফিয়া পুত্র ব্যারিস্টার আবেদুল হক, তাহিরপুর উপজেলার সাবে ক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনিসুল হক, জেলা বিএনপি নেতা মোহাম্মদ ফুল মিয়া, জেলা বিএনপি নেতা এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপি নেতা জিয়াউর রহমান শাহীন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, জেলা যুবদল সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, উপজেলা বিএনপি নেতা আব্দুল হান্নান, সিদ্দিক মিয়া, আলফাজ উদ্দিন কাজল, আখতার হোসেন, হাজী আব্দুল বাসেত, খলিলুর রহমান, মো,আসাদ, ইকবাল হোসেন, আলমগীর হোসেন, আব্দুল হাই মুক্তার হোসেন আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, সেইকুল আহমদ প্রমূখ।
প্রধান অতিথি বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন এ সরকার সাধারণ লোকের ভোটাধিকার ছিনতাই করেছে, এই অবৈধ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। সরকার পতনের আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি,তাছাড়া অস্বাভাবিক ভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধিসহ খুন গুম, রাহাজানি ও অরাজকতা র প্রতিরোধে বিএনপি’র নেতাকর্মী সহ সাধারণ মানুষকে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
কমেন্ট করুন