বুধবার(১৭মে) বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিছাখালী রাবার ড্যাম ও আঙ্গারুল হাওর সেচ প্রকল্পের ১২.৫ কিউসেফ বিদ্যুৎ চালিত পল্টন প্রকল্প পরিদর্শন করেন।এ সময় অথিতি বৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অথিতিবৃন্দরা হচ্ছেন, ঢাকা বিএডিসির জরিপ ও অনুসন্ধান বিভাগের উপ-প্রদান প্রকৌশলী মোহাম্মদ বদিউল আলম সরকার, বিএডিসির সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রনজিত কুমার দেব, সিলেট বিএডিসির নির্বাহী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান, সুনামগঞ্জ বিএডিসির সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাফি ও উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। শুরুতেই মিছা খালি রাবার ড্যামের বিভিন্ন কাজ পরিদর্শন করেন এবং রাবার ড্যামের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। তন্মধ্যে রাবার সংরক্ষণ ও রাবার ড্যাম অফিসের উত্তর দিকে ওয়াল নির্মাণ দাবি জানানো হয়।।
এ সময় উপস্থিত ছিলেন রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া,প্রেস ক্লাব সম্পাদক সালেহ আহমদ, ইউ/পি সদস্য কামাল মিয়া, আক্তার জামাল, সাবেক ইউপি সদস্য আবদুল হাই, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, কামাল মিয়া, সাংবাদিক জাকির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক।
আঙ্গারুলী হাওর সেচ প্রকল্পের ১২.৫ কিউসেফ পল্টন পরিদর্শনে বালিজুরি এলাকায় যান। এসময় পল্টনের বিভিন্ন কাজ পরিদর্শন করেন এবং কৃষকদের কাছ পল্টনের বিভিন্ন সমস্যাগুলো শুনেন। তন্মধ্যে পল্টনের অতিরিক্ত পানি কৃষি কাজে ব্যবহারের জন্য আরও ২ কি:মি: পাইপ লাইন নির্মাণের মাধ্যমে অনাবাদি জমি চাষাবাদের আওতাভুক্ত করন।
শক্তিয়ার খলা গ্রামের পুর্বে আরো আধা কিলোমিটার পাইপ লাইন বৃদ্ধি করন। হাওরের অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ।
হাওর থেকে পাকা ধান করে আনতে হাওরের জাঙ্গাল বা রাস্তাগুলো পাকাকরন।
এসময় উপস্তিত ছিলেন, প্রকল্পের ম্যানেজার মোঃ মাছদ্দর আলী সদস্য এনামুল হক, আজিজুল ইসলাম,সালেহ আহমদ, কামরুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, কাউসার আলম, শাহনুর, আখতার জামান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
কমেন্ট করুন