স্বপন কুমার র্বমন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) বিশ্বম্ভরপুরে পাহাড়ী অস্বাভাবিক ঢলে ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় ৫০ হাজারের অধিক মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। উপজেলা প্রশাসনের নিরলসভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
গতকাল থেকে অতিরিক্ত বৃষ্টিপাতে দ্রুত পানি বাড়তে থাকে আজ বৃহস্পতিবার অস্বাভাবিক পাহাড়ি ঢলে উপজেলা পরিষদ এলাকাসহ চারিদিকে বন্যার পানিতে ভয়াবহ অবস্থায় মানুষ অত্যন্ত র্দুযোগের মধ্যে অবস্থান করছে। উপজেলাসদর, ফতেপুর ইউনিয়নে রায়পুর বাহাদুরপুর, গোপালপুর, চান্দারগাঁও, কাটাখালী,চাতলপাড়, ঘাগটিয়া, পলাশ ইউনিয়নের প্যারিনগর,পদ্মনগর, ধরেরপাড়, কৃষ্ণনগর,মুক্তিখলা, মল্লিকপুর, নতুনপাড়া, রংপুর, রনবিদ্যা, বাদাঘাট (দ:) ইউনিয়নের শ্রধরপুর, সোনাপুর,বাঘমারা, র্দূগাপুর, ব্রজনাথ পুর সহ বিভিন্ন গ্রামে হাজার হাজার মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। উপজেলা র্নিবাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ বন্যা কবলিত এ সমস্ত গ্রাম গুলোতে মানুষের মাঝে বৃষ্টিতে ভিজে নৌকাযোগে বাড়ি বাড়ি গিয়ে নিরলসভাবে বন্যকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।র্সাবক্ষণিক বন্যা কবলিত মানুষের খোজ খবর রাখছেন।
উপজেলা সদরে বন্যাজনিত খবরাখবরের জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর্পযন্ত প্যারীনগর, ধরেরপাড় উপজেলা সদরসহ কয়েকটি বন্যাআশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায় এ র্পযন্ত ৬০ মে.টন চাল, ২০০ প্যাকেট শুকনো খাবার, নগদ ২ লক্ষ টাকা এবং গো খাদ্যের জন্য ২৬ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
কমেন্ট করুন