১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জের হাওরে নতুন বছরের স্বপ্ন: পরিষ্কার নদী,পরিচ্ছন্ন আকাশ ও নবায়নযোগ্য শক্তি” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন তাহিরপুর চোরাচালানের গডফাদার রফ মিয়া আটক সুনামগঞ্জে এক যুবক গুলিবিদ্ধের ঘটনায় পৌরসভার মেয়রসহ ৫জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্টিত বিশ্বম্ভরপুর এফআইভিডিবি’র বিএইচএ প্রকল্পের অবহিতকরণ সভা সুনামগঞ্জে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন সুনামগঞ্জ বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য আটক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে অনৈতিক অভিযোগের কারণে  স্থগিত পিআইসি গঠন কার্যক্রম।  বিশ্বম্ভরপুরে উপজেলা যুব ফোরামের র‍্যালী ও মানববন্ধন বিশ্বম্ভরপুরে বেগম রোকেয়া দিবস পালিত বিভিন্ন কর্মসূচিতে বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশ্বম্ভরপুরে জলবায়ু পরিবর্তন ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত আগ্নেয়াস্ত্র সহ তাহিরপুর সীমান্তে ৩ যুবক আটক সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী  হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ , ৫ জেলে আটক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিশ্বম্ভরপুরে প্রশাসন ও কৃষক জনতার শ্রমে বাধ রক্ষা। শুরু হয়েছে ধান কাটা

বিশ্বম্ভরপুরে প্রশাসন ও কৃষক জনতার শ্রমে বাধ রক্ষা। শুরু হয়েছে ধান কাটা

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও এলাকার সর্বস্থরের কৃষক জনতার সেচ্ছায় নিরলস শ্রমের মাধ্যমে বাধগুলো রক্ষা হয়েছে।কৃষকরা সাময়িক স্বস্থি পেয়েছে এবং হাওরে ধান কাটা শুরু হয়েছে।গত সপ্তাহে পাহাড়ী ঢলে হাওর পাশ্ববর্তী সুরমা নদীর শাখা প্রশাখা রক্তি নদীতে ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পায়। অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় করচার হাওরে

 

হরিমনের ভাঙ্গা, বেকা বাধ, ০১ নং,০২ নং,০৪ নং ও ০৫ নং পি আই সিতে এবং আঙ্গরুলী হাওরের ০৯ নং পি আই সিতে, হালির হাওর ১৭ নং ও ২২ নং পিআইসি সহ বিভিন্ন স্থানে কয়েকটি ফাটল, ছিদ্র দেখা দিলে কৃষকদের মাঝে আতংক দেখা দেয়। এ পরিস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর উদ্বোগে নিরলস ভাবে কাজ করে বিশেষ ভূমিকা রেখেছেন।তিনি পাউবোর সংশ্লিষ্টদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের,স্থানীয় সর্বস্থরের কৃষক জনতার প্রতি আহবান জানান হাওরে বাধের এ বিপদ জনক সময়ে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার জন্য।এলাকার বিভিন্ন মসজিদে মাইকিং করানো হয় বাধ রক্ষায় যাওয়ার জন্য।বাধে আশংকা জনক দিনগুলোতে পাউবোর সংশ্লিষ্ট ও সর্বস্থরের কৃষক জনতা স্বেচ্ছায় দিনরাত কাজ করে সাময়িক ভাবে বাধ রক্ষা করতে সক্ষম হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ দিনরাত বাধে ছিলেন এমনকি সেহেরীর সময় পর্যন্ত বাধে যেতে দেখা যায়।তিনি যে ভাবে উপজেলাকে দৃষ্টিনন্দন করে উপজেলার উন্নয়ন করেছেন।তেমনি হাওরে ফসল রক্ষার ব্যাপারেও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

বাধ রক্ষায় উপজেলা উপজেলা পরিষদ,জন প্রতিনিধি,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিকসহ কৃষক জনতা নিরললস ভাবে কাজ করেছেন।

বর্তমানে হাওর পার্শ্ববর্তী নদীতে পানি কিছু কমায় কৃষকদের মাঝে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। হাওরে কিছুকিছু এলাকায় ধান কাটাও শুরু হয়েছে। উপজেলার চান্দারগাঁও গ্রামের কৃষক গিয়াস উদ্দিন বলেন তিনি ৭বিঘা জমির ২৮ জাতের ধান কেঠেছেন। ব্রজনাথপুর গ্রামের কুল গোবিন্দ বিশ্বাস ৮ বিঘা জমির ধান কেটেছেন। হাওরের কিছু কিছু কৃষকরা ধান কাটছেন।ধান কাটার পাশাপাশি একটা দূঃসংবাদ ও রয়েছে। আঙ্গারুলী হাওর সহ বিভিন্ন ব্লাস্ট নামক রোগে ধানের ক্ষতি হচ্ছে।ব্রজনাথপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাস,লক্ষীপুর গ্রামের জগন্নাথ বিশ্বাস সহ অনেকেই বলেন হাওরে জমির ধান সাদা হয়ে মরে যাচ্ছে।ধানে চাউল নেই ছিটা হয়ে যাচ্ছে। অনেকেই বলছেন একদিকে বাধ নিয়ে দুশ্চিন্তায় অপর দিকে ব্লাস্ট রোগে ধান ক্ষতি হচ্ছে। এযেন কৃষকদের উপর মরার উপর খড়ার ঘা স্বরুপ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া বলেন এ উপজেলায় হাওর ও হাওর বহির্ভূত মোট ১০ হাজার ৬শত হেক্টের জমিতে এ বছর বোর ধান চাষাবাদ হয়েছে। হাওরের বাধ ঝুকি মধ্যে ছিল বর্তমানে অনেকটাই ভালো আছে। হাওরে ধান কাটা শুরু হয়েছে। এ পর্যন্ত ৪৫৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আমরা পরামর্শ দিচ্ছি দ্রুত ধান কাটার জন্য।

ব্লাস্ট রোগের ব্যাপরে তিনি বলেন আবহাওয়ার কারণে ব্লাস্ট রোগ হয়। কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি ব্লাস্ট রোগ দেখা দিলে জরুরী ভাবে প্রতিষেধক ঔষুধ ছিটানোর জন্য।
পাউবোর দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী মনসুর রহমান বলেন পাউবোর পাশাপাশি কৃষক জনতার সহযোগিতায় বাধ মোটামুটি ভাবে ভালো
আছে। বাধ সুরক্ষায় কাজ চলমান রয়েছে। ইতি মধ্যে উপজেলার বিভিন্ন বাধ গুলোতে পাউবোর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, অন্যান্য প্রতিনিধি বৃন্দ ও সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এড.পীর ফজলুর রহমান মিসবাহ বিভিন্ন বাধ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ বলেন, করচার হাওর,আঙ্গারলী হাওর সহ বিভিন্ন বাধ ঝুকির মধ্যে ছিল।পাউবোর সংশ্লিষ্ট সহ এলাকার স্থানীয় কৃষক জনতা আমরা স্থানীয় কৃষক জনতা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,জন প্রতিনিধি ও সর্বস্থরের জন সাধারনের সহযোগিতায় বাধ রক্ষা করেছি বর্তমানে  অনেকটাই নিরাপদ রয়েছে।তিনি বলেন, বাধের কাজ চলমান আছে।বাধ রক্ষায় প্রয়োজানীয় কাজ করেছি এবং হাওরে দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১