স্বপন কুমার র্বমন,বিশ্বম্ভরপুর ঃ-সম্প্রতি ভয়াভহ বন্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণও কল্যাণ তহবিলের র্অথ বিতরণ করা হচ্ছে।
সোম ও মঙ্গলবার উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের র্অথ উপজেলার ক্ষতিগ্রস্থ ইউনিয়ন গুলোর বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে ট্যাগ অফিসার ও র্অথবিতরণ কমিটির র্কমর্কতাগণ সুষ্ঠুভাবে র্অথ বিতরণ করছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা র্কমর্কতা মো: আবদুর রহমানও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো:রুমান হাসান বলেন,আমরা প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ক্ষতি গ্রস্তদের হাতে অর্থ তুলে দিয়ে আসছি।
উপজেলা র্নিবাহী অফিসার মো:সাদি উর রহিম জাদিদ বলেন,বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের র্অথ যাতে সঠিক ও সুষ্ঠুভাবে বিতরণ করা হয় এ জন্য ইতোমধ্যে আমরা প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ সহ কমিটির মাধ্যমে অর্থ সুষ্ঠুভাবে বিতরণ করছি।জানা যায়,উপজেলায় মোট ৪১৬টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের র্অথ বিতরণ করা হচ্ছে।
কমেন্ট করুন