সিনিয়র স্টাফ রিপোর্টার বিস্বম্ভরপুরঃ- বিশ্বম্ভরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুষ্ঠু শান্তিপূর্ন ভাবে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মের সর্ব বৃহৎ দূর্গোৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) উপজেলার মোট ২৯টি মন্দিরে অনুষ্টিত সবকটি মন্দিরেই শারদীয় দূর্গা পুজার প্রতিমা শান্তিপূর্ণ ভাবে বিসর্জন হয়েছে। ষষ্টি পুজা থেকে মহা নবমী পর্যন্ত প্রতিটি পুজা মন্দিরেই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নবমী পুজার দিন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ এড.পীর ফজলুর রহমান মিসবাহ্ পলাশ মন্দির,জনতা বাজার মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং পুজারীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ,সহকারি কমিশনার ভূমি আসমা বিনতে রফিক,থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশ,সাধারন সম্পাদক স্বপন কুমার বর্মন সহ জাতীয় পার্টির নেতাকর্মী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।উপজেলায় মোট ২৯টি মন্দিরে এ বছর শারদীয় দূর্গোৎসব অনুষ্টিত হয়। পুজার শুরু থেকেই উপজেলা প্রশাসন,থানার পুলিশ প্রশাসন,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ,আইন শৃংঙ্খলা সহ সার্বিক বিষয়ে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করায় সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে পুজা সম্পন্ন হয়েছে।এ জন্য উপজেলা প্রশাসন,থানা পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্তদেরকে উপজেলা পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে পুজা উদযাপনে উপজেলা প্রশাসন বিশেষ সচেতনতা মূলক ব্যবস্থা নিয়েছেন এবং প্রতিটি পুজা মন্দিরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। পুজা মন্দির গুলোতেও স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং করোনা মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করা হয়। দেশ জাতি তথা বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।
কমেন্ট করুন