স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন স্পট পাহাড় বিলাসের দৃষ্টি নন্দন গ্রামীন অবকাঠামোগত একটি ছনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় গত শুক্রবার(১২আগষ্ট) দিবাগত গভীর রাতে (১২টা ২০মিনিটে) ভারত সীমান্তবর্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত উপজেলার
চেংবিল নামক স্থানে উপজেলা প্রশাসনের প্রতিষ্ঠিত পর্যটন স্পট পাহাড় বিলাসের একটি আরাম দায়ক ছনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অনেকেই অনুমান করছেন কে-বা করা শত্রুতা করে আগুন দিয়ে দৃষ্টি নন্দন আরাম দায়ক এ ছনের ঘরটি পুড়ে দিয়েছে।গ্রামীন অবকাঠামো ভাবে নির্মিত এ ছনের ঘরটি পুড়ে বিদ্যুৎ মিটার, আসবাবপত্র সহ সব কিছু পুড়ে যায়।
পাহাড় বিলাসের দায়িত্বে থাকা মোঃ আলমগীর হোসেন বলেন কে-বা কারা আগুন দিয়ে পাহাড় বিলাসের ছনের ঘরটি পুড়ে দিয়েছে তা জানা যায়নি।আগুনে পুড়ার বিষটি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য যে,এর আগেও পাহাড় বিলাসের কাটা তারের বেড়া,সিমেন্টের পিলারও অনেক ফুলের গাছকে বা করা চুরি করে নিয়ে যায়।
কমেন্ট করুন