স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে নদীতে পানি বাড়ায় হাওরের বাঁধগুলো হুমকির মুখে রয়েছে,এতে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছে।
গতরাত থেকে আজ বুধবার(২০ এপ্রিল) পর্যন্ত হাওরের প্বার্শবর্তী রক্তি ঘটঘটিয়া নদীতে পানি দ্রুত বাড়ছে। ফলে করচার হাওরের হরিমনের ভাঙা, বেকাবাঁধসহ কয়েকটি বাঁধ হুমকির মুখে পড়েছে।
উপজেলা প্রশাসন হাওরের বাঁধ রক্ষায় প্রয়োজনীয় কাজ করে যাচ্ছেন এবং হাওরে দ্রুত ধান কাটার জন্য ব্যপক প্রচারণা করা হচ্ছে। হাওরে কৃষকরা পাকা আধাপাকা ধান কাটছেন। তবে অনেক জমিতে ধান কাঁচা রয়েছে। কারণ এবছর খরাসহ আবহাওয়ার কারণে ধান দেরীতে পাকছে ও অনেক জমিতে ব্লাস্ট রোগ দেখা দেয়। স্থানীয় কৃষকরা বলছেন বাঁধের অবস্থা হুমকির মুখে থাকায় আমরা পাকা ও আধাপাকা ধানও কাটছি।অনেক জমিতে ধান কাচা রয়েছে, তারপরেও কৃষকরাও বসে নেই, ধান কাটছেন। বৃষ্টি ও আবহাওয়া খারাপ থাকায় কাটা ধান শুকাতে পারছেন না বলে কৃষক চিত্তরঞ্জন গোস্বামীসহ অনুরূপ কথা অনেকেই বলছেন।
হাওরের বাঁধ ঘুরে এসে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী বলেন করচার হাওরের হরিমনের ভাঙাসহ কয়েকটি বাঁধ হুমকির মুখে রয়েছে। তিনি বলেন বাঁধ প্বার্শবর্তী নদীতে ইঞ্জিনচালিত নৌকার ঢেউএ বাঁধের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এ বিপদকালীন সময়ে ইঞ্জিনচালিত নৌকা বন্ধ করার প্রয়োজন। উপজেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির মৃধা বলেন বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর প্বার্শবর্তী নদীতে পানি বাড়ছে। হুমকির মুখে থাকা বাঁধগুলোতে সার্বক্ষণিক পাহাড়ার ব্যবস্থা জোড়দার করা প্রয়োজন।এবং যে সমস্ত বাঁধগুলো বেশি ঝুকিপূর্ণ রয়েছে সেগুলোতে বাঁধ সুরক্ষার কাজ আরো জোরদার করা দরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া বলেন হাওরের কৃষকরা ধান কাটছেন,এ পর্যন্ত ৫৪৯৬ হেক্টর জমির ধান কাটা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ সার্বক্ষণিক হাওরের বাঁধ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হাওরে দ্রুত ধান কাটার জন্য প্রসাশনের পক্ষ থেকে ব্যপক প্রচার চালিয়েছেন।
কমেন্ট করুন