স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর:
বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা এলাকায় ধোপাজান চলতি নদীতে অবৈধ ভাবে উত্তোলন কৃত টাক্সফোর্সের জব্দ করা ১,০৪,২৭১ঘনফুট পাথর ৫২,৯০,৯০০/- টাকায় প্রকাশ্যে নিলাম করা হয়।
সোমাবার (৩১জানুয়ারী) সকাল থেকে ধোপাজান চলতি নদীর পাড় ডলুরা এলাকার বিভিন্ন স্পটে টাক্সফোর্স অভিযানের জব্দ করা পাথরের স্তপ গুলো মাপযোগ করা হয়।
জব্দ করা পাথরের স্তপগুলো মাপযোগ করার পর বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর তত্বাবধানে ০৬টি স্পটে মোট ১লক্ষ ৪ হাজার ২শত ৭১ ঘনফুট পাথর প্রকাশ্যে ৫২ লক্ষ ৯০ হাজার ৯ শত টাকায় প্রকাশ্যে নিলাম করা হয়।
নিলাম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,পরিবেশে অধিদপ্তরের কেমিষ্ট সুকুমার সাহা, থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবালহোসেন সহ পুলিশ ফোর্স,ডলুরা বিজিবি প্রতিনিধিগন, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী,উপজেলা আঃলীগ নেতা মোঃ মহরম আলী,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির,সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন ইমন,কাঠ বাগানের মালিক মোঃ আবু সুফিয়ান, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, এলাকার মোঃ ফুলু মিয়া, অদুধ মিয়া, শাহ আলম, জাহিদুল ইসলাম, ফরিদ মিয়া,জয়নাল আবেদীন, সুনামগঞ্জ বালি পাথর সমিতির সদস্য সচিব মোঃ আব্দুল কাইয়ূম,ভূমি অফিসের সার্ভেয়ার ননী ভূষন দাশ, ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান আলাল উদ্দিন প্রমুখ সহ এলাকার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন