স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুর উপজেলা মৎস্য বিভাগের বিশেষ অভিযানে দুই লক্ষাধিক টাকার তিন হাজার অবৈধ প্লাষ্টিক ছাই পুড়ানো হয়।
শনিবার (১১জুন) উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের তত্বাবধানে মৎস্য আইন বাস্তবায়নে উপজেলার হাওর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চান্দারগাও এলাকা থেকে অবৈধ তিন হাজার প্লাষ্টিক ছাই ও প্লাষ্টিক জাতীয় সরঞ্জমাদি উদ্ধার করে দুপুরে উপজেলা সদরে প্রকাশ্যে আগুনে পুড়ানো হয়।তাছাড়া অভিযানে ৪টি বেইলজাল উচ্ছেদ করা হয়।অভিযানে থানার দারোগা মোঃ রুবেল ও পুলিশ ফোর্স সহযোগীতা করেন।
জানা যায় হাওর এলাকায় মৎস্য সংরক্ষনে ও মৎস্য আইন বাস্তবায়নে কারেন্ট জাল, কোনা জাল ব্যবহার বন্ধ সহ মৎস্য সুরক্ষায় প্রয়োজনীয় অভিযান চলমান থাকবে
কমেন্ট করুন