স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ “ব্যান্ডিং” বিষয় নিয়ে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুত্বপূর্ণ এক মহিলা সমাবেশ অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সকালে উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নের বাঘমারা গ্রামে এ সমাবেশ অনুষ্টিত হয়। সুনামগঞ্জ জেলা তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তারের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ। সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের মোঃ শরিফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সাজেদুল ইসলাম, বাদাঘাট (দঃ) ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।সমাবেশে প্রধান মন্ত্রীর ১০টি উদ্যোগ- আমার বাড়ি আমার খামার,আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিনিউটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয় নিয়া বক্তাগন বিস্তারিত বক্তব্য রাখেন।তৃনমূল থেকে শুরু করে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।সমাবেশে এলাকার বিপুলসংখ্যক মহিলা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন