স্বপন কুমার বর্মণ,বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ)
বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্যবিভাগের আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠান,জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।সোমবার (৩০মে)সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেনও বিস্তারিত তুলে ধরেন উপজেলা স্বাস্থ্যও পঃপঃ কর্মকর্তা ডা.আব্দুল্লাহেল মারুফ ফারুকী।সভায় জানানো হয় আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।উপজেলায় লক্ষ মাত্রা ২৮ হাজার ৩০জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করে তুলতে সকলের প্রতি আহবান জানানো হয়।অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী মেডিকেল অফিসার আব্দুস সালাম সাকি, উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান,থানার এসআ্ই মোঃ আব্দুর রহমান,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,
স্যানেটারী ইন্সেপেক্টর তাপস চক্রবর্তী,স্বাস্থ্য বিভাগের সিনিয়ির ষ্টাফ মলয় কিশর তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক জাদু মনি বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক আবুবক্কর, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মিনা রানী তালুকদার প্রমুখ
কমেন্ট করুন