বিস্বম্ভরপুর অফিসঃ-বিশ্বম্ভরপুর উপজেলায় জাতীয় মৎস্য সাপ্তাহ ২০২২ পালন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার( ২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য প্রদান করেন, উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান ভূঁইয়া।
মৎস্য উৎপাদন সেক্টরে সরকারের সাফল্যের বিভিন্ন তথ্য তুলে ধরেন মৎস্য কর্মকর্তা এবং এ উপজেলার সকল নদী নালা খাল বিল গুলো খননের উপর গুরুত্বারোপ প্রদান করেন।
মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এ বছর উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা, সাংবাদিক সম্মেলন, মাছের পোনা অবমুক্ত করুন অনুষ্ঠানের পাশাপাশি মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। পুকুরের মাটি ও পানি পরীক্ষার পাশাপাশি উপকরণ বিতরণ বিতরন করা হবে। সর্বশেষ দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সাংবাদিক হাসান বশির, প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমূখ।
কমেন্ট করুন