স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুরঃ-বিশ্বম্ভরপুরে গৌরবের মুক্তিযোদ্ধ সুনামগঞ্জের উদ্দ্যেগে হাওর পাড়ের শীতার্থ মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। শনিবার (০৫ফেব্রুয়ারী) বিকালে উপজেলার হাওর পাড় প্যারীনগর কদমতলীতে ১৫০জন শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়। গৌরবের মুক্তিযোদ্ধ সুনামগঞ্জ একটি সহায়তা ট্রাস্ট এ সংগঠনের উদ্দ্যেগে কম্বল বিতরনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সর্ব শ্রদ্ধেয় কমরেড বরণ রায়ের সহধর্মীনি ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়,সুনামগঞ্জের বিশিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা এড.বজলুল মজিদ চৌধুরী খসরু এর সহধর্মীনি ও উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মুনমুন চৌধুরী,প্রয়াত গণ মানুষের নেতা আলফাত উদ্দিন মুক্তারের সন্তান উক্ত সংগঠনের সদস্য এড.এনাম আহমেদ, সুনামগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রয়াত এড. আছাদ্দর আলীর সন্তান উক্ত সংগঠনের সদস্য চৌধুরী মোঃ আবু সাহেদ, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি ও উদীচীর শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার বর্মণ, উদীচীর শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক শাহ দিলোয়ার হোসেন দিলু, উদীচী শিল্পী গোষ্ঠীর সম্পাদকীয় সদস্য শফিকুল হাসান,শাহ রাকিব,স্থানীয় ইউপি সদস্য যোগেশ চন্দ্র দাশ,এলাকার সুলেমান মিয়া,মতি লাল দাশ, রাধা চরন দাশ, দিলীপ দাশ প্রমুখ।
হাওর পাড়ের অসচ্ছল মানুষেরা ভালো মানের উক্ত কম্বল পেয়ে অত্যান্ত আনন্দিত হয়ে গৌরবের মুক্তিযোদ্ধ সুনামগঞ্জকে ধন্যবাদ জানান।
কমেন্ট করুন