স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প ৩য় পর্যায়ের ভূমিহীন গৃহহীনদের মাঝে ঘর নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার(২৫নম্ভেবর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ এর সার্বিক তত্বাবধানে প্রথমে বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন উপজেলার মাঝাইর মুজিব পল্লী পরিদর্শন করেন।পরে ধনপুরে ৩য় পর্যায়ে ভূমিহীন গৃহহীনদের মাঝে ঘর নির্মান কাজের উদ্ভোধন করেন।বিকালে উপজেলার কাইতকোনা
গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং পল্লীতে ঘর নির্মান কাজের উদ্ভোধন করেন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তির চেক এবং একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করেন।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি রাকেশ,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন,পিআইও অফিসের মমিন হোসেন, ইউএনও অফিসের
আইসিটি টেকনিশিয়ান মোঃ আলাল মিয়া,আলমগীর হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।কাইতকোনায় বিভাগীয় কমিশনারের আগামন উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ তাকে উষ্ণ অভর্থনা জানায় এবং তার সম্মানে এক হাজং সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করা হয়।
বিভাগীয় কমিশনার মুজিব পল্লীতে এবং নতুন ঘর নির্মান কাজে উদ্ভোধন কালে সুবিধাভোগীদের সাথে কথা বলেন এবং খোজ খরব নেন। সুবিধাভোগীরাও ঘর পেয়ে অত্যান্ত আনন্দের সাথে বিভাগীয় কমিশনারকে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।
কমেন্ট করুন