স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুর ঃ-
বিশ্বম্ভরপুরে করোনা ভাইরাসের কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উপলক্ষে উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। রবিবার(০৫জুন)দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কমিটির উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।০৪ জুন থেকে ১০জুন পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিন সপ্তাহ বাস্তবায়নে বিস্তারিত তথ্যদি তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.আব্দুল্লাহেল মারুফ ফারুকী,তিনি সভায় জানান ০৪জুন হতে ১০জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার সকল ইউনিয়নে এক যুগে কোভিড-১৯ ভ্যাকসিনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয় এ উপজেলায় মোট ৫২ হাজার মানুষ বুস্টার ডোজ নেওয়ার বাকি রয়েছে। যা বুস্টার ডোজ দেওয়া চলমান রয়েছে। কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহে উপজেলায় ২৫ হাজার মানুষকে বুস্টার টিকা দেবার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী মঙ্গলবার ও শুক্রবার প্রতিটি ইউনিয়নে গন টিকা দিয়ে ৫টি ইউনিয়নে কমপক্ষে ১০ হাজার ডোজ দেওয়া হবে। তাছাড়া প্রতিদিন ব্যাপক প্রচারের মাধ্যমে বুস্টার টিকা দেওয়া হবে।
উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ উক্ত গুরুত্বপূর্ণ কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ সফল বাস্তবায়নে সকলকে সহযোগিতার আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আসমা বিনতে রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ্জদ খান,থানার এসআই আব্দুর রহমান, বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ ছবাব মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন,ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া,ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ,উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক,উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও বিভিন্ন ইউনিয়নের সচিব সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
কমেন্ট করুন