স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর ঃ-
বিশ্বম্ভরপুর কৃষি সম্প্রসারণ বিভাগ ও সূচনার উদ্যোগে উপজেলার কৃষকদের নিয়ে যৌথ খামারী কৃষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যৌথ খামারী কৃষক-কৃষাণীদের দিনব্যাপী পরিচিতি মূলক সভা/প্রশিক্ষণ (ওরিয়েন্টেশন) কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে উপজেলার ধনপুর ও সলুকাবাদ ইউনিয়নের ১৬ জন কৃষক/কৃষাণী ও সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সিলেট ও মৌলভীবাজার জেলায় বাস্তবায়নাধীন সূচনা কার্যক্রমের সফল প্রযুক্তি/চর্চা সমূহ অন্যান্য জেলায় সম্প্রসারণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগীতায় সূচনা ঠিম এ অনুষ্টানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়ার সভাপত্বিতে উক্ত ওরিয়েন্টেশন সেশনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের স্বাস্থ্য, পুষ্টি ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, কৃষিবিদ বিমল চন্দ্র সোম। বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল বিভাগীয় ম্যানেজার নাজমুল হুদা। আরো উপস্থিত ছিলেন সূচনা কর্মসূচির মুসফিকুর রহমান, মহসিন আলী সরদার, রফিকুল ইসলাম, গোলাম মওনা, শফিকুল হাসান। সভায় সূচনা ঠিম কৃষক কৃষাণীদের সামনে সূচনা কার্যক্রমের সফল প্রযুক্তি/চর্চা সমূহ প্রয়োগের মাধ্যমে দরিদ্র কৃষক পরিবারের শাক-সবজি উৎপাদন বৃদ্ধি করে পারিবারিক পর্যায়ে তথা অর্থনৈতিক উন্নয়নে সফলতার কিছু দৃষ্টান্ন তুলে ধরা হয়।
কমেন্ট করুন