স্বপন কুমার বর্মন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন অনাবাদী পতিত জমি ও বসত বাড়ীর
আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ০২(দুই)দিনব্যাপী কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কৃষক-কৃষানীদের প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃনয়ন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণে বিস্তারিত উপস্থাপন করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা জালাল ইকবাল। প্রশিক্ষক হিসাবে আরো ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান। এছাড়াও উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহযোগীতা করেন। সমাপনী দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষক-
কৃষানীদেরকে ১৫(পনের) জাতের সবজি বীজ,০৪টি করে ফলের চারা, ১৫টি পারিবারিক পুষ্টি বাগানের জন্য বিরতণ করা হয়। উল্লেখ্য যে,প্রশিক্ষণে প্রতিটি
পরিবার থেকে দুই জন কৃষক-কৃষানী সহ ১৫টি পরিবারে ৩০জন অংশ গ্রহণ করে।
কমেন্ট করুন