স্বপন কুমার বর্মণ,বিশ্বম্ভরপুর:
বিশ্বম্ভরপুরে ২৬ ফেব্রুয়ারী ২০২২ তারিখে সারা দেশের ন্যায় একযুগে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয় রবিবার (২০ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সংক্রান্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।
করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সফল ভাবে বাস্তবায়নের লক্ষে বিস্তারিত তুলে ধরেন ও সকলের সহযোগীতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.আব্দুল্লাহেল ফারুক মারুফী।২৬ ফেব্রুয়ারী সারা দেশে একযুগে ১ কোটি মানুষকে করোনা ভাইরাসের ১ম ডোজ টিকা প্রদান করা হবে।এরই অংশ হিসাবে বিশ্বম্ভরপুরে প্রতিটি ইউনিয়নে মোট ১৮ শত জনকে টিকা দেওয়া হবে।প্রতিটি ইউনিয়নে ৩টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।১টি কেন্দ্রে ৬শত জনকে টিকা প্রদান হিসাবে উপজেলায় সর্বমোট ১৫টি কেন্দ্রে ৯ হাজার জনকে প্রথম ডোজ করোনা ভাইরাস টিকা দেওয়ার লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে।প্রতিটি কেন্দ্রে ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বিনা মেসেজে সরাসরি টিকা প্রদান করা হবে বলে জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ উক্ত জাতীয় টিকা প্রদান কার্যক্রম ব্যাপক প্রচার সহ টিকা প্রদানে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভায় উপজেলার নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ উক্ত কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন