স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুরঃ-
বিশ্বম্ভরপুরে উৎসব মুখর পরিবেশে নতুন বইয়ের গন্ধে মন আনন্দে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।রবিবার(১ জানুয়ারী) ইংরেজী নবর্ষের প্রথম দিন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ।মোঃ আলাল উদ্দিন ও আলমগীর হোসেনের সঞ্চালনায় বই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি শিল্পী রাণী মোদক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সরদার,সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান,সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ হারুন,সরকারি ডিবিডি কলেজের সহ অধ্যাপক মোঃ নুরুল আমিন ও বিভিন্ন শিক্ষক মন্ডলী,অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
নতুন বইয়ের গন্ধে ও মনের আনন্দে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বই গ্রহন করে শিক্ষার্থীরা আনন্দে উপভোগ করে। বর্তমান সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ায় শিক্ষার্থী,শিক্ষক, অভিভাবক সহ সর্বস্থরের লোকজন মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।সেই সাথে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কমেন্ট করুন