বিশ্বম্ভরপুর অফিস: বিশ্বম্ভরপুর উপজেলা সেচ কমিটির আয়োজনে উপজেলা নিবার্হী অফিসারের অফিস কক্ষে,উপজেলা সেচ কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদ এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সেচ কমিটির সদস্য-সচিবও সুনামগঞ্জ বিএডিসি সহকারী প্রকৌশলী হোসাইন মোহাম্মদ খালেদুজ্জামানের সঞ্চালনায়,মিছাখালি রাবার ড্যাম পরিচালনা সংক্রান্ত এক জরুরী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি ও বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো,ছবাব মিয়াঁ। সহযোগিতায় ছিলেন,বিএডিসি উপসহকারী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান।
উপস্থিত ছিলেন,বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদকও রাবার ড্যামের অর্থ সম্পাদক সালেহ আহমদ,মিছা খালি রাবারড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সহ কমিটির সদস্যবৃন্দ।
আঙ্গারুলী হাওরের বুরো ফসল রক্ষার্থে নির্মিত মিছা খালি রাবার ড্যাম পরিচালনার জন্য ইতিপূর্বে সুবিধাভোগী হাওরের কৃষকদের কাছ থেকে কেয়ার প্রতি ৫০ টাকা হারে চাঁদা নেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
এ ব্যাপারে দীর্ঘ আলোচনার পর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে উক্ত মিটিংয়ে সম্পৃক্ত করে আঙ্গুরুলি ও সোনার হাওরে রাবার ড্যামের সুবিধাভোগী সকল কৃষকদের জমির পরিমাণ ও তালিকা প্রস্তুত করে পূর্বনির্ধারিত হারে কেয়ার প্রতি ৫০ টাকা করে রাবার ড্যামের চাঁদা আদায়ের জন্য পুনরায় সিদ্ধান্ত নেওয়া হয়।এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানও সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।
কমেন্ট করুন