স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি, বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে১৯০টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্ভোধন সম্পর্কিত এক প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়। রবিবার(২৪ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিশ্বম্ভরপুর উপজেলার তৃতীয় পর্যায়ে ভূমিহীন,গৃহহীন(ক শ্রেণির) ১৯০টি পরিবারের মধ্যে ভূমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্ভোধন করা হবে। প্রেস কনফারেন্সে ভূমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্ভোধন সম্পর্কিত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আসমা বিন্তে রফিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদ বলেন, এর আগে অত্র উপজেলায় বিভিন্ন এলাকায় ২১০ টি পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়। বর্তমান বরাদ্দ রয়েছে ২৫০ টি গৃহ।এর মধ্যে ১৯০ টি ঈদ উপলক্ষে হস্তান্তর করা হবে এবং বাকিগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসমা বিন্তে রফিক বলেন, গৃহপ্রাপ্ত প্রতিটি পরিবারের মাঝে বিনা খরচে দুইশতক করে ভূমি দলিল করে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রতিটি গৃহ অতি যত্ন সহকারে নির্মাণ করা হয়। গৃহ নির্মাণ কাজের গুণগত মান ভাল। প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন স্বপন কুমার বর্মন, সালেহ আহমদ, চিত্তরঞ্জন গোস্বামী, মিজানুর রহমান, নুরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ, হাসান বসীর প্রমুখ।
কমেন্ট করুন