স্বপন কুমার বর্মন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- বিশ্বম্ভরপুরে বিজিবি সদস্য কর্তৃক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে গ্রেফতার ও গুলি করার হুমকি প্রদান করায় উপজেলা মাসিক আইন শৃংখলা সভায় তীব্র নিন্দা জানানো হয়। বুধবার (২২সেপ্টেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদীদ এর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত মাসের আইন-শৃঙ্খলা বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।এসময় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন জানান,গত ১৫সেপ্টেম্বর ২০২১ দুপুরে বি জি বি ডলুরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার একাব্বর আলী নদীতে বালু পাথর আহরণকারী এক দিনমজুর মহিলা শ্রমিকে অত্যাচার করার বিষয়টি নিষ্পত্তি করার জন্য আমি জনপ্রতিনিধি হিসেবে ক্যাম্পে গেলে সুবেদার একাব্বর আলী আমার সাথে দুর্ব্যবহার করেন,এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমাকে গ্রেফতার ও গুলি করার হুমকি প্রদান করেন। উক্ত ঘটনায় উপস্থিত সকল সদস্যগণ মর্মাহত হন এবং তীব্র নিন্দা জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন জানান, বিজিবি সদস্যের এহেন অশোভন আচরণের প্রতি আমরা সবাই তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী জানান, তার ইউনিয়নের রঙ্গারচর এলাকায় রক্তি নদী দিয়ে বালু পাথর বুঝাই ইঞ্জিন চালিত নৌকা থেকে বি আই ডব্লিউ নামে একটি সংস্থা জোরপূর্বক বড় অংকের চাঁদা আদায় করে আসছে।এখানে বালু-পাথর উঠানামার কোন ঘাট নেই তদুপরি একটি চক্র নৌকা চালকদের নির্যাতন করে চাঁদা আদায় করে আসছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান। এছাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ জানান, উপজেলার সর্বত্র জুয়া, মাদক ও গরু চুরি বৃদ্ধি পাওয়ায় জনমনে অশান্তি দেখা দিয়েছে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কমেন্ট করুন