লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজারের ব্যালেন্স ঠিক রাখার জন্যই সরকার ধান চাল কেনেন। কৃষকদের ন্যায্য মূল্য দেয়ার জন্য ধান চাল কেনা। তাই কৃষক যাতে সন্মানের সাথে গোদামে ধান বিক্রি করতে পারে তা নিশ্চিত করতে হবে। যদি কোন কৃষক হয়রানী কিংবা অসম্মান হন তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষক ন্যায্য মূল্য পায় সে জন্য বর্তমান সরকার সব কিছুই করছে। ধান কাটার আগেই কৃষক দের তালিকা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়। ১৪ ভাগ মইশচারাইজ নিয়ে কোনও কৃষক গোদামে যান আর তার ধান না কেনেন তাহলে সেই খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কে জবাবদিহি করতে হবে। কৃষকদের কথা চিন্তা করেই এবার এপ্রিল মাস থেকেই ধান চাল কেনা শুরু করা হয়েছে। যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে ধান-২৭ টাকা কেজি অর্থাৎ এক মন এক হাজার আটশো টাকা দর পড়বে। সরকারের খাদ্য ভান্ডার মজবুত আছে ভারতের সাথে ইতিমধ্যেই ৩ লক্ষ মেট্রিক টন গম আমদানীর চুক্তি করা হয়েছে।
১৫ মে রবিবার বিকাল ৫ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের মানুষের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় খাদ্য মন্ত্রী এসব কথা বলেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খাদ্য সচিব বেগম নাজমানারা খানুম,সুনামগঞ্জ,৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো মাইনুদ্দিন,সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিক ,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সিভিল সার্জন ডা আহমদ হোসেন,কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিমল চন্দ্র সোম,জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল,পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ,সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম সাধারণ সম্পাদক মোবারক হোসেন ,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
কমেন্ট করুন