লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ :বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাক) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ১১ আগষ্ট বুধবার দুপুরে বৃক্ষ রোপন কর্ম সুচীর আয়োজন করা হয়। সুনামগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ কর্ম সুচীর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম। এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর সহধর্মিণী সুমাইয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, সাঈদ আহমদ ও তার সহধর্মিণী ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তা গণ।
বিভিন্ন জাতের ফলজ,বনজ,ও ঔষধি গাছের চারা রোপন করা হয় । এবং এ কর্ম সুচী অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম বলেন, গাছ খুবই উপকারী, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। সবাই কে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে সবুজের সমারহ গড়ে তোলার আহ্বান ও জানান।
কমেন্ট করুন