৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম আওয়ামীলীগের রাজনীতি করা এ দেশের তৌহিদি ছাত্রজনতা আর মেনে নিবে না সুনামগঞ্জের গণসমাবেশে …..মাওলানা মামুনুল হক যাদুকাটা নদীর পাড় রক্ষায় মতবিনিময় সভা তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে  প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন দুর্বৃত্তদের বাঁধায় যাদুকাটা বালুমহালে রয়্যালটি আদায় বন্ধ দেশজুড়ে শিক্ষার্থীদের সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিং পদত্যাগ করলেন ভিসি ফরিদ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা,র‍্যালী ও পুরস্কার বিতরণ। তিন দফা বন্যার কবলে সুনামগঞ্জ, জনদুর্ভোগ চরমে।  পুলিশ ও সাংবাদিকদের কাজ অভিন্ন, জনগণের সেবা করাই মূল লক্ষ্য- সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার।  প্রবল বেগে ঢুকছে ঢলের পানি, তাহিরপুরে আবারো বন্যা একজন উকিল মুন্সি এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করে আওয়ামীলীগ সরকার – জাহাঙ্গীর কবির নানক তাহিরপুরে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি রনজিত সরকার সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব তেঘরিয়া বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ।  বিশ্বম্ভরপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এমপি ড. মোহাম্মদ সাদিক অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান পদে চপল পুনরায় জয়ী। 
বহিরাগত মহিষের পদচারণায় – টাংঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র হুমকির মুখে

বহিরাগত মহিষের পদচারণায় – টাংঙ্গুয়ার হাওরের জীব-বৈচিত্র হুমকির মুখে

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর

সুনামগঞ্জের বৃহত্তর হাওর, সংরক্ষিত বনাঞ্চল হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি প্রাপ্ত টাংঙ্গুয়া হাওর। প্রাকৃতিক ভাবেই বেড়ে উঠেছে তরু, লতা, বৃক্ষ। যাঁর কারণে পশু পাখি বিভিন্ন উভয় চর প্রাণী নির্বিঘ্নে চলা ফেলা করে থাকে। কিন্তু ময়মনসিংহের ত্রিশাল ও নেত্রকোনার কলমাকান্দা থেকে কয়েক শতাধিক বহিরাগত মহিষ নিয়ে আসা হয়েছে।এ সকল মহিষের পদচারণায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ সংকটাপন্ন হয়ে জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন হতে যাচ্ছে ।

এলাকা ঘোষিত,সংরক্ষিত বিভিন্ন কান্দা – জঙ্গলে অবাধে ছেড়ে দেওয়া হয়েছে।ফলে হাওরের কান্দায় লাগানো ও প্রকৃতিকভাবে বেড়ে ওঠা হিজল-করচের চারা নলখাগড়াসহ বিভিন্ন প্রজাতির বন,পাখির বাসা,বিভিন্ন প্রজাতির কচ্চপের ডিম মহিষের পায়ের তলায় পিষ্ট হচ্ছে।

একাকাবাসীর তথ্য সুত্রে জানাযায় হেমন্তে মওসুমে টাঙ্গুয়ার হাওরের দিগন্ত সবুজ বনভূমি জেগে ওঠে। নানা প্রজাতির ঘাস তখন ছেয়ে যায় হাওরের কান্দা-জঙ্গলে।সবুজাভ ঘাসের লোভে স্থানীয় একটি মুনাফা লোভী চক্রকে ম্যানেজ করে,মোটা অংকের টাকার বিনিময়ে,ময়মনসিংহের কিছু কৃষক ঘাস খাওয়াতে মহিষের পাল নিয়ে আসে টাঙ্গুয়ার হাওরে।গত কয়েক বছর ধরে এটা হচ্ছে,এ ব্যাপারে বহুবার সংবাদ প্রকাশ হয়েছে,কিন্তু টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি সংরক্ষণে নিয়োজিত সংশ্লিষ্টদের চোখের সামনে প্রকৃতি বিনাশী এমন ঘটনা ঘটলেও তারা রয়েছে নিশ্চুপ।

সরেজমিনে জানাযায় রামসার সাইট হিসাবে ঘোষিত পরিবেশ সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের কান্দায় প্রায় দুই-শতাধিক মহিষ ১মাস ধরে রাত-দিন অবাধে হাওরের কান্দা-জঙ্গলে দল বেধে বিচরণ করছে।একটি সংরক্ষিত এলাকায় ঘাস লতা-পাতা খাওয়ার নামে বিনাশ করছে বনাঞ্চল ও পাখির বাসা,এবং মহিষের পায়ের তলায় পিষ্ট হচ্ছে,কচ্ছপ ও পাখির ডিম।এছাড়াও হিজল-করচসহ বিভিন্ন চারা ও গাছ ধ্বংস করছে এসব মহিষ।যার ফলে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে।এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সুধীজন।তারা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির বলেন, জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে, আইন গতব্যবস্থা গ্রহণ করে, স্বার্থরেষী মানুষ কে দমন করা হবে। তিনি আরও বলেন আমি পরিবেশ মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা করব।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১:১৯)
  • ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)