৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সংবাদ শিরোনামঃ
সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই- সুনামগঞ্জ সদর উপজেলার নবাগত ইউএনও সুনামগঞ্জে গত দুই দিনে বজ্রপাত ও পানিতে ডুবে ৬ জনের প্রাণহানী।  সিলেট জালালাবাদ রোটারী ক্লাব’র উদ্যোেগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান। ঝুকিপুর্ণ সেতুর নাম কিয়ামতপুর বিশ্বম্ভরপুরে বজ্রপাতে ও পানিতে ডুবে তিনজনের মৃত্যু বিশ্বম্ভরপুরে গ্লোবাল ডে অব ক্লাইমেট একশন দিবস পালিত বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু অবৈধ বালু-পাথর উত্তোলন ঠেকাতে ধোপাজান নদীতে যৌথ বাহিনীর অভিযান সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে পারিবারিক বিরোধে নিরোপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত বিনিময় বিশ্বম্ভর পুরে সুজনের উপজেলা কমিটি গঠন, সভাপতি শেখ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন অভিযানে গ্রেপ্তার ২৫ তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ফলোআপ:সুনামগঞ্জ পৌরসভার অবৈধ ফুটপাত দখলদারদের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে পুলিশ ম্যাজিস্ট্রেটের উপর ব্যবসায়ীদের হামলা।  সুনামগঞ্জ পৌরসভার অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম আওয়ামীলীগের রাজনীতি করা এ দেশের তৌহিদি ছাত্রজনতা আর মেনে নিবে না সুনামগঞ্জের গণসমাবেশে …..মাওলানা মামুনুল হক যাদুকাটা নদীর পাড় রক্ষায় মতবিনিময় সভা তাহিরপুর থানার ওসি মাইনুদ্দিনকে  প্রত্যাহারের দাবীতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ড,আতাউল গনি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ড,আতাউল গনি

বিশেষ প্রতিবেদক

সুনামগঞ্জের কৃতী সন্তান ড. মো. আতাউল গণি কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
আতাউল গণি বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি মেহেরপুর ও টাঙ্গাইলের জেলা প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদি গ্রামের বাসিন্দা প্রয়াত মুসলেম উদ্দিন ও হাজেরা খাতুনের দ্বিতীয় পুত্র ড. মো আতাউল গণি।

ড, আতাউল গণি নিজ বাড়ির পার্শ্ববর্তী ছাতারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে স্থানীয় কাটাখালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

চাকুরী জীবনের শুরুতে তিনি ঢাকাস্থ শেখ বোরহানুদ্দিন কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে প্রভাষক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয়, লন্ডন থেকে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।

কারিগরি শিক্ষা প্রসারে তিনি ২০১০ সালে নিজ এলাকায় ‘হাজেরা মুসলিম ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ পলাশ’ নামে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটিকে ২০২০ সালে এমপিওভুক্ত করা হয়েছে। উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে।
ড. গণি ১৮তম বিসিএসএ শিক্ষা ক্যাডারে সরকারি চাকুরিতে যোগদান করে সুনামগঞ্জ সরকারি কলেজে ও জকিগঞ্জ সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। পরে ২১তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

ড. মো. আতাউল গণি জানালেন, মহামান্য রাষ্ট্রপতির সদয় সম্মতিক্রমে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বদলির জন্যে জনপ্রশাসন মন্ত্রীকে অনুরোধ জানান। জনপ্রশাসন মন্ত্রীর নির্দেশে তাঁকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমি গ্রামের ছেলে। গ্রামের প্রাথমিক শিক্ষা পরিবার যাতে আমার উদ্যোগে উপকৃত হয়, সেই চেষ্টা করবো। প্রাথমিক শিক্ষা বিভাগকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবো আমি।

শেয়ার করুন

কমেন্ট করুন





পুরাতন খবর খুঁজুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১