লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
চলতি বছরের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে অগ্রিম কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে অগ্রিম কেক কেটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এম. এ মান্নান।
এসময় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার সুদক্ষ নেত্রীত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। দেশের জেলায় জেলায় মেডিকেল কলেজ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে। মানুষের সব চাহিদা পুরণ করতে কাজ করছে সরকার। এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পরিকল্পনামন্ত্রী।
এসময় পরিকল্পনামন্ত্রী বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এবং সুশিক্ষা অর্জন করে মানুষের সেবায় ব্রত থাকার জন্য দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া মেডিকেল কলেজের কোন ঘাটতি আছে কি না সে বিষয়েও খোঁজ নেন তিনি। সবশেষে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাসমুহ পর্যবেক্ষণ করেন তিনি।
এসময় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ এর অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইনসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন