তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ টানা বৃষ্টিতে ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা ১০০ মিটার সাবমারসিবল সড়কটি পানির নিচে ডুবে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এছাড়া আনোয়ারপুর বাজারের ব্রিজের সম্মুখের সড়কটিও ডুবে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে এ পথ দিয়ে চলাচলকারী লোকজন। জরুরি কাজে জেলা সদরে যেতে লোকজনকে শক্তিয়ারখলা সাবমারসিবল সড়ক থেকে নৌকায় করে পার হতে হচ্ছে।
শক্তিয়ারখলা বাজারের ব্যবসায়ী মুসা মিয়া বলেন, টানা বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সড়কটি ডুবে যাওয়ায় লোকজনকে জেলা সদরে যেতে নৌকায় করে পার হতে হচ্ছে।
তাহিরপুর উপজেলা সদরের বাসিন্দা সোহানুর রহমান সোহান জানান, টানা বৃষ্টিপাতে আনোয়ারপুর বাজারের ব্রিজ সংলগ্ন সড়কটি পানির নিচে ডুবে যাওয়ায় তাহিরপুর থেকে জেলা সদরে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর জানান, টানা বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে শক্তিয়ারখলা সাবমারসিবল সড়কটি ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যান চলাচল বন্ধ রয়েছে।
কমেন্ট করুন